কাভার্ড ভ্যানের চাপায় হেলপার নিহত

road accidentচট্টগ্রাম: নগরীর হালিশহর বড়পুল এলাকায় একটি ট্রান্সপোর্ট এজেন্সির গ্যারেজে পার্কিং করার সময় দুই কার্ভাড ভ্যানের মাঝখানে চাপা পড়ে এক হেলপার নিহত হওয়ার ঘটনা ঘটেছে।সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম শামীম আহমেদ। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম আহমেদ গাড়ি রাখার দিক নির্দেশনা দিতে দুই কাভার্ড ভ্যানের মাঝে অবস্থান করলে ড্রাইভার নির্দেশিত যায়গায় গাড়ি রাখতে গিয়ে শামীমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, হালিশহর বড়পুল এলাকার একটি বেসরকারী ট্রান্সপোর্ট এজেন্সির গ্যারেজে গাড়ি পার্কিং করার সময় তিনটি কার্ভাড ভ্যান জড়ো হয়। পর পর দুইটি গাড়ি পার্কিং করার পর তৃতীয় গাড়িটি পার্কিং করতে যাওয়ার সময় গাড়ির হেলপার শামীমকে চাপা দেয়। মেডিকেলে আনার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।