চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দাশের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা করেছেন এক নারী পুলিশ সদস্য। সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ রফিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়।
ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য ঠিকানার স্থলে উল্লেখ করেছেন- চট্টগ্রাম নগরীর খুলশী থানার টাইগারপাস পুলিশ ব্যারাক।
বাদির আইনজীবি এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ২০১৪ সালের ১৯ ডিসেম্বর স্ত্রীকে গোপনে তালাক দেওয়ার পর গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত অবৈধভাবে একত্রে বসবাস করেন সঞ্জয় দাশ। তথ্য গোপন করে এতদিন ধর্ষণ করার অভিযোগে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি গ্রহন করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার নথিপত্র দেখে জানা গেছে, পরিচয় গোপন করে রাঙ্গুনিয়া থানার এসআই সঞ্জয় দাশ নিজেকে মেহেদি হাসান জয় পরিচয় দিয়ে এক নারী পুলিশ সদস্যের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে নিজের আসল পরিচয় প্রকাশ করে সঞ্জয়। এরপর ওই নারী পুলিশ সদস্য শর্ত দেন যে, ইসলাম ধর্ম গ্রহন করলে সঞ্জয়কে বিয়ে করতে তিনি রাজি হবেন। শর্ত মেনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর ইসলাম ধর্ম ‘গ্রহণ করেন’ অভিযুক্ত সঞ্জয়। এরপর থেকে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন দুজন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর হঠাৎ সঞ্জয় জানান যে, তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক নেই। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ওই নারী পুলিশ সদস্যকে তালাক দেওয়ার কথাও জানান সঞ্জয় দাশ।
এদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দাশের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
