চট্টগ্রামে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আল্লামা মো. ইকবাল ও সরোয়ার হোসেন স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০১৯। উদ্বোধনী দিনে জয় পেয়েছে মাদার্শা একাদশ ও ডেপিলেক্স স্পোর্টস ক্লাব।

প্রথম খেলায় কালারপোল ক্রীড়া পরিষদকে ৩-২ গোলে হারিয়েছে মাদার্শা একাদশ। সেরা খেলোয়াড় হিসেবে মাদার্শা দলের মো. ইয়াছিনকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন আর. আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহবুদ্দীন।

দ্বিতীয় খেলায় ৬-০ গোলে চট্টগ্রাম শেখ রাসেল দলকে পরাজিত করে ডেপিলেক্স স্পোর্টস ক্লাব। উক্ত ম্যাচের সেরা খেলোয়াড় ডেপিলেক্স স্পোর্টস ক্লাবের আহমেদ শফিকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন একুশে পত্রিকার সম্পাদকীয় পরামর্শক নজরুল কবির দীপু ও ফর্টিস গ্রুপের পরিচালক শাহীন হোসেন।

এর আগে বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন কর্তৃক চতুর্থবারের মতো আয়োজিত উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র এবং চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির উদ্দীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফর্টিস গ্রুপের পরিচালক শাহীন হোসেন, কো-স্পন্সর প্রতিষ্ঠান আর. আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহবুদ্দীন, কো-স্পন্সর প্রতিষ্ঠান আর. কে ডিজিটাল এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল কবির দীপু।

স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।

উপস্থিত ছিলেন সিজেকেএস’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সিজেকেএস’র নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, ফর্টিস গ্রুপের কর্মকতা মনিরুল ইসলাম হিরু, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, সহ-সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, যুগ্ম-সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক দীপাশ মুৎসুদ্দী এবং নির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।