চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫–এ সেরা চট্টগ্রাম কলেজ


চট্টগ্রাম: উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এ বছর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে চট্টগ্রাম বোর্ডের সেরা কলেজের তালিকায় চট্টগ্রাম কলেজ শীর্ষে রয়েছে। চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৫৫।

দ্বিতীয় অবস্থানে রয়েছে নগরের সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ; কলেজটির ৫৩৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ৩২১ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে সরকারি সিটি কলেজ।

বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাফল্যের তালিকায় জিপিএ-৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। কলেজের ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

সরকারি মহিলা কলেজ থেকে ১৭৩ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ। কলেজের ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

সপ্তম স্থানে থাকা ইস্পাহানি পাবলিক কলেজ জিপিএ-৫ পেয়েছেন ৯৩ জন। অষ্টম স্থান দখলকারী ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ থেকে ৮৪ জন ও নবম স্থান থাকা পটিয়া সরকারি কলেজ থেকে ৬১ জন জিপিএ-৫ পেয়েছেন।

এর আগে বুধবার দুপুরে বোর্ডের মিলনায়তনে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর শওকত আলম ও কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক।