স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান দেশের উন্নয়নের গতি থামাতে পারবে না। উন্নয়নের ফসল ভোগ করছে দেশের মানুষ। আর আগামী জাতীয় নির্বাচনেও জনগণের রায়ে আওয়ামী লীগই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বর্তমান সরকার ও জনগণের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক তারই ঈঙ্গিত বহন করে।
সোমবার রাজধানীর কেন্দ্রীয় ওষুধাগারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন চিকিত্সা প্রতিষ্ঠানে এ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সেবা দেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আর সেবার মনোভাব নিয়েই স্বাস্থ্য সেক্টরে একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এ সেক্টরের উন্নয়ন আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবেই বিতরণ করা হচ্ছে এ্যাম্বুলেন্স। এর আগেও পর্যায়ক্রমে অনেক এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে।
এ্যাম্বুলেন্স গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিগত বিশেষ করে বিয়ে অনুষ্ঠান, পিকনিকের মতো কাজে এ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা যাবে না। এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এলাকার জনগণের সেবা দিতে এ্যাম্বুলেন্সগুলো তুলে দিলাম। আপনারা নিয়মিত খোঁজ খবর নিলে এ্যাম্বুলেন্সগুলো বেশি দিন টিকে থাকবে এবং এলাকার অসহায় লোকজনও বেশি সেবা পাবে। যত বেশি জনগণের সেবা দিবেন, আপনাদের ভোট তত বেশি বাড়বে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহেই আরও ১৪টি এ্যাম্বুলেন্স বিতরণ করা হবে।
