চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে দুই সাজাপ্রাপ্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. এনাম (৩৩) ও সৈয়দ নগর এলাকার মৃত আমির হামজার ছেলে মো. হানিফ (৪৫)।
সোমবার এনামকে বায়েজিদের ওয়াজেদিয়া এবং হানিফকে রৌফাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।
এরা ভারতে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খান ও বায়েজিদের শীর্ষ সন্ত্রাসী মহিমের সহযোগী বলে দাবি পুলিশের।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. এনাম। বায়েজিদ থানার সন্ত্রাসী তালিকায় এনামের নাম আছে। আর মাদক আইনের মামলার তিন বছর সাজাপ্রাপ্ত আসামি মো. হানিফ। রায় ঘোষণার পর থেকে তারা পলাতক ছিলেন।
‘২০১২ সালে সাজাপ্রাপ্ত হওয়ার পর এনাম বিদেশে পালিয়ে যায়। সম্প্রতি দেশে ফিরে সাজ্জাদ-মহিম এবং সন্ত্রাসী সরওয়ার-ম্যাক্সনের নামে মানুষকে হুমকি দিচ্ছিল সে। তার বিরুদ্ধে আরও ৪টি মামলা আছে। এছাড়া হানিফও এলাকায় সাজ্জাদের নামে চাঁদাবাজি করে অাসছিল।’ –বলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
