চট্টগ্রাম : সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম এর শিক্ষক পরিষদের নির্বাচন (২০১৮-১৯) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২টা অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, ২২তম বিসিএস কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক, ৩১ তম বিসিএস কর্মকর্তা এস. এম. রুবাইয়াত ফাহিম।
ভোটগ্রহণ শেষে জয়ী হন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এসএম রুবাইয়াত ফাহিম।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সম্পাদক পদে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক, ৩২ তম বিসিএস কর্মকর্তা রাজিয়া সুলতানা ও অর্থ সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক, ৩৪ তম বিসিএস কর্মকর্তা রাজীব চৌধুরী।
উল্লেখ্য, বর্তমান নির্বাচিত প্যানেল ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সাল থেকেই সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
পরে জয়ী ও বিজয়ী প্রার্থী ঐতিহ্যবাহী এই কলেজের সার্বিক উন্নয়ন একসাথে কাজ করার অঙ্গীকার করেন এবং নির্বাচিত প্যানেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
