
চট্টগ্রাম : চট্টগ্রামে বিক্রয় নিষিদ্ধ প্রায় তিন মণ মাছ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিক্রি নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে দু‘জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ টাকা হাজার জরিমানা করা হয়।
রোববার (২১ জুলাই) নগরের নতুন ফিশারিঘাটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে সর্বসম্মুখে মাছগুলো ধ্বংস করা হয়।
মাছগুলোর মধ্যে রয়েছে, ৪০ কেজি পিরানহা, ৫০ কেজি আফ্রিকান মাগুর ও ৩০ কেজি জেলিযুক্ত বাগদা চিংড়ি।
জেলা প্রশাসন সুত্র জানায়, জাতীয় সৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নগরের ফিশারিঘাটে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিক্রি নিষিদ্ধ প্রায় তিনটন বিভিন্ন প্রকারের মাছ জব্দ করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম মাছ জব্দ ও ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে সহযোগিতা করেন জেলা মংস্য দপ্তর, চট্টগ্রামের উপসহকারী পরিচালক সৈকত শর্মা।
একুশে/এসসি
