
ঢাকা : বরগুনায় আয়শা সিদ্দিকা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে তলব ও হাসপাতালে নিয়ে চিকিৎসার আবেদন ফেরত দিয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলেছেন আদালত।
সোমবার (২২ জুলাই) দুপুরের দিকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে এই আবেদন করা হয়।
মিন্নির আইনজীবী বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী আসলাম বলেন, মিন্নি প্রয়োজন মনে করেননি বলে আদালত এই আবেদন ফেরত দিয়েছেন। তিনি প্রয়োজন মনে করলে এই আবেদন আতালত মঞ্জুর করতে পারতেন।
আগামীকাল (মঙ্গলবার) এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত ২৬ জুন মিন্নির স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করে একদল লোক। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ছয়জন ও মিন্নিসহ মোট ১৩ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলার ১ নম্বর আসামি সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
পুলিশ মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার পর ৪৮ ঘণ্টার মাথায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মিন্নির বাবার অভিযোগ, ভয় দেখিয়ে ও নির্যাতন করে এই জবানবন্দি নেওয়া হয়েছে।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, শনিবার তিনিসহ পরিবারের সদস্যরা বরগুনা কারাগারে মিন্নির সঙ্গে দেখা করেছেন।
“মিন্নি আমাদের বলেছে, নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে। সেই সঙ্গে মিন্নি উন্নত চিকিৎসার জন্য নেওয়ার কথা বলেছে।”
গত ২৬ জুন রিফাতকে প্রকাশ্য সড়কে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনার সৃষ্টি হয়।
পরদিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন; তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে।
একুশে/এসসি
