
আন্তর্জাতিক : আমন্ত্রিত না হয়েও হঠাৎবিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প।
নিউ জার্সিতে বেডমিনস্টারে গলফ ক্লাবে ঘটনাটি ঘটে।
মার্কিন প্রেসিডেন্টকে দেখে স্বভাবতই চমকে ওঠেন বিয়ে বাড়িতে উপস্থিত সব অতিথিরা।
নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্প বলেন, ‘আমি বিয়ের অনুষ্ঠান পছন্দ করি’।
একুশে/ডেস্ক/এসসি
