টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বিজিবির তিন সদস্য। ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবাসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের পূর্ব লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২ এর বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. কামাল (২২) এবং হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবু শামার ছেলে মো. হাবিবুর রহমান (২৩)।

আহত বিজিবি সদস্যরা হলেন, মফিজুর রহমান (২৪), উজ্জ্বল হোসেন (২৬) ও ইমরান হোসেন (২৪)।

টেকনাফ বিজিবির কমান্ডার লে. কর্ণেল ফয়সাল হাসান খান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে মিয়ানমার হতে একটি ইয়াবারচালান নাফনদী হয়ে পূর্ব লেদা খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন খবর পেয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পূর্ব লেদা হাইস্কুল সংলগ্ন খালে অবস্থান নিলে মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ইয়াবাসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দুইজনকে কক্সবাজার হাসাপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা মাদক ব্যবসায়ি বলে জানান তিনি।

একুশে/এসসি