চট্টগ্রামে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীর বায়োজিদ বোস্তামী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শামছিদা ও আবু তৈয়ব নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বুধবার সকালে নগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বায়োজিদ বোস্তামী থানার মসজিদ কমপ্লেক্সের বিপরীতে বিসমিল্লাহ কসমেটিকসের সামনে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত দুই ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে নগরীতে অস্ত্র ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।