
চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফে সাত লাখ পিস ইয়াবার চালান আটক করেছে টেকনাফ কোস্টগার্ডের একটি দল। একই সাথে ইয়াবা বকহনকারী একটি নৌকাও জব্দ করা হয়।
গতকাল গভীর রাতে টেকনাফের জালিয়ারদ্বীপ (জাইল্যারদ্বীপ) সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করা হয়েছে জানান টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মো: সোহেল রানা। এ সময় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
সোহেল রানা বলেন, মিয়ানমার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়। কোস্টগার্ডের অবস্থানের টের পেয়ে পাচারকারীরা নদীতে লাফ দেয়। পরে কোস্টগার্ডের সদস্যরা নৌকাটি তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
একুশে/এসসি
