
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলার বাদি হাফিজুল ইসলামকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এর পরিপ্রক্ষিতে গত বুধবার (২৪ জুলাই) বাদি হাফিজুল ইসলাম, জাহেদুল আওয়ালের বিরুদ্ধে হাটহাজারী থানায় এক লিখিত অভিযোগ জানায়।
গত বছর ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের দুই হলে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠন ভিএক্স ও সিএফসি’র কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের তাপস।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) দাবি করে, ভিএক্স এর আশরাফুজ্জামান আশার নেতৃত্বে হামলায় তাপসের মৃত্যু হয়।
পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করে উল্টো সিএফসি’কে সংঘর্ষের জন্য দায়ী করে ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এর কর্মীরা।
ঘটনার দিন বিকালেই ভিএক্স সমর্থকদের নিয়ন্ত্রিত শাহজালাল হলে অভিযান চালায় পুলিশ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি ২৪ জনকে আটক করা হয়।
পরে ১৬ ডিসেম্বর তাপসের বন্ধু হাফিজুর রহমান হাটহাজারী থানায় ৩০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
জাহেদুল আওয়াল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (১০-১১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক অর্থ-সম্পাদক। তিনি এ মামলার ১৮নং আসামি।
এ বিষয়ে হাফিজুল ইসলাম বলেন, পূর্ব থেকেই তাপস হত্যা মামলার বিষয় নিয়ে জাহেদ আওয়ালের সঙ্গে আমার বিরোধ চলছিল। এর জের ধরে বিভিন্ন সময় সে আমাকে হুমকি প্রদান করে আসছে।
অভিযোগ অস্বীকার করে জাহেদুল আওয়াল বলেন, বাদিকে আমি চিনি না। এই মামলায় আমার চুল পরিমাণ সম্পৃক্ততা নেই। তার অভিযোগ ভিত্তিহীন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, হাফিজুল ইসলামকে ভয়ভীতি দেখিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।
একুশে/আইএস/এসসি
