বন্দুক, গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রাম : কক্সবাজারে দেশীয় বন্দুক, গুলিসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) সকালে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের গ্রীন প্যালেস এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সনদ বড়ুয়া। এসময় তার কাছ থেকে নারীসহ ২শ’পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে; বলেন তিনি।

গ্রেফতার ইউপি সদস্যের নাম, জয়নাল আবেদীন (৪০)। ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে জয়নাল কক্সবাজার উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য।।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, ইউপি মেন্বারকে কলাতলী হোটেল মোটেল জোনের গ্রীন প্যালেস এর সামনে থেকে অস্ত্র, মাদক ও নারীসহ গ্রেফতার করেছে পুলিশ। এখন তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে।

একুশে/এসসি