চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবু তৈয়ব (২৩) ও তার স্ত্রী মোছাম্মত শামছিদা (২০)। তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনগর এলাকার কালাম মেম্বারের বাড়ীর বাসিন্দা।
জানা গেছে, বুধবার রাত ১০ টার দিকে বায়েজিদ বোস্তামি রোডের একটি দোকানের সামনে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ক্রেতার জন্য অপেক্ষমান ছিলেন গ্রেফতার দুজন। এসময় অস্ত্রসহ ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শামছিদা ও আবু তৈয়বকে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস আই আফতাবের নেতৃত্বে একটি টিম রাত ১০ টার দিকে বায়েজিদ রোড থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র বিক্রির জন্য সেখানে এসেছিল এবং ক্রেতার জন্য অপেক্ষমান ছিল বলে জানিয়েছে।
তিনি বলেন, ‘শামছিদা ও আবু তৈয়বকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। তারা অস্ত্র রাখার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দ দিয়েছেন।
