
চট্টগ্রাম: ডেঙ্গু শনাক্ত করতে চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলো বিনামূল্যে রক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
শনিবার সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে। এজন্য ঢাকা থেকে রক্ত পরীক্ষার কিট, রিএজেন্টসহ চিকিৎসা সামগ্রী আনা হচ্ছে।
তিনি বলেন, রোববার এসব চিকিৎসা সামগ্রী চট্টগ্রামে আসার কথা রয়েছে। পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এসব সামগ্রী বিতরণ করার পর থেকে রোগীরা সেবা পাবেন।
শনিবার পর্যন্ত চট্টগ্রামে ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানান সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
প্রসঙ্গত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে মানুষের ভিড়ও বাড়ছে। হাসপাতালে পৌঁছে মানুষ প্রথমেই জানতে চান, ডেঙ্গু হয়েছে কি হয়নি। ঠিক এ সুযোগটাই কিছু বেসরকারি হাসপাতাল নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ডেঙ্গু পরীক্ষার ফি বেশি রাখছে, তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ।
