ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে চমেকে বিশেষ সেল

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হচ্ছে বিশেষ চিকিৎসাসেবা সেল। ডেঙ্গু রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য সেলটি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম। আজ (রবিবার) থেকে বিশেষ চিকিৎসাসেবা সেলটি চালু হবে বলে জানান তিনি।

চমেকে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ২৬ জন রোগী। এর মধ্যে ১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি ১৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বিশেষ চিকিৎসাসেবা সেলটিতে চিকিৎসকদের একটি বিশেষ টিম সার্বক্ষণিক রোগীদের সেবা প্রদানে কাজ করবে।চমেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা চিকিৎসা সেল গঠনের উদ্যোগ নিয়েছে চমেক কর্তৃপক্ষ।

এছাড়া চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য ডেঙ্গু কর্নার খোলা হচ্ছে।

একুশে/এসসি