চট্টগ্রামে ছাত্রী নির্যাতনের দায়ে শিক্ষক বহিস্কার

ctgচট্টগ্রাম: বাঁশখালী উপজেলার ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় শিক্ষক মামুনুর রশিদ মামুনকে বহিস্কার করেছে স্কুল পরিচালনা কমিটি। বুধবার সকালে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় পরিচালনা পর্ষদকে নির্দেশ দেয়া হয়।

বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসার ইশতিয়াক আহমেদ জানান, বাঁশখালীর পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠায় ওই বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বিদ্যালয় পরিচালনা পরিষদ সাময়িক বহিস্কার করেছে।

এর আগে ওই ছাত্রীর ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হেলাল উদ্দিন জানান, শনিবার সকালে শ্রেণীকক্ষে ‘পড়া না পারার’ অজুহাতে তার অষ্টম শ্রেণী পড়ুয়া বোনকে শারীরিক ভাবে নির্যাতন করে ওই বিদ্যালয়ের ইংরেজির খন্ডকালীন শিক্ষক মামুনুর রশীদ। বর্তমানে তার বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান তিনি।