মিল্কভিটা দুধ বিক্রিতে নিষেধাজ্ঞা স্থগিত

ঢাকা : রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির ওপর হাই কোর্টের জারি করা নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

সোমবার (২৯ জুলাই) চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল আদালত এ আদেশ দেন।

আদালতে মিল্কভিটার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মিল্কভিটার অন্যতম আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ বলেন, খামারিরা ও উৎপাদকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন, বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্খায় আমরা মিল্কভিটার ক্ষেত্রে হাই কোর্টের আদেশ স্থগিত চেয়েছিলাম। আমরা বলেছি, দুধে এন্টিবায়োটিক বা অন্য সমস্যা থাকলে তা গ্র্যাজুয়ালি দূর করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের অনুমোদিত বাকি ১৩টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন হাই কোর্টের আদেশ অনুযায়ী পাঁচ সপ্তাহ বন্ধ থাকছে।

আদালতের নির্দেশ অনুসারে বিএসটিআই কর্তৃক লাইসেন্স প্রদানকৃত পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (সাভার) ল্যাবরেটরির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে এ আদেশ দেন হাইকোর্ট।

একুশে/এসসি