
ব্রাজিল: উত্তর ব্রাজিলের পারা জেলার একটি কারাগারে কয়েদিদের দু’গ্রুপের মধ্যে পাঁচ ঘণ্টা ধরে চলা ভয়াবহ দাঙ্গায় অন্তত ৫২ জন নিহত হয়েছে।তাদের মধ্যে ১৬ জনকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাতটায় নাস্তা সরবরাহের সময় আলতামিরা কারাগারটিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে,কারাগারের ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর হামলা চালায়।এ ঘটনায় কারাগারের ভেতর থেকে অন্তত ১৬ জনের মাথাকাটা লাশ পাওয়া গেছে।
এদিকে সংঘর্ষের এক পর্যায়ে কয়েদিরা কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এতে অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।
তবে কাগারের দাঙ্গা সৃষ্টিকারী গ্রুপগুলোর নাম প্রকাশ করেনি দেশটির কারা কর্মকর্তারা।
ব্রাজিলের সংবাদমাধ্যম জি১ জানিয়েছে,কারাগারটির ধারণক্ষমতা ২০০ হলেও সেখানে বন্দী ছিল ৩১১ জন।
ব্রাজিলে গত তিন দশক ধরে ক্রমেই বেড়ে চলেছে জেলবন্দীর সংখ্যা। বর্তমানে এই দেশের কারাগারে বন্দী রয়েছেন প্রায় সাড়ে সাত লাখ অপরাধী। যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। বন্দীদের মধ্যে তৈরি হয়েছে নানা গোষ্ঠী। যারা প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। ফলে বহু বন্দী নিয়মিত প্রাণ হারায়।
এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাজিলের কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় নিহত হয়েছিল প্রায় ১৫০ বন্দি।
এছাড়া গত মে মাসে চারটি কারাগারে একই দিনের ৪০ জন দাঙ্গায় নিহত হয়েছিল।
