
টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদককারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। গোলাগুলির ঘটনায় বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ২০ হাজার ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বুধবার (৩০ জুলাই) ভোরে কনাফ মেরিন ড্রাইভ সড়কের সাবরাং খুরের মুখ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ইব্রাহিম (৩০)। তার বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায়। মারা যাওয়ার আগে ইব্রাহিম তাঁর তিন সঙ্গী নুর হোসেন, মো. আবুল কাশেম ও মো. তাহেরের নাম বলে গেছেন; বলছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, রাতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফের দিকে তিন-চারজন যাত্রিসহ একটি সিএনজিচালিত অটোরিকশা আসছিল। বিজিবির কুড়েরমুখ তল্লাশি চৌকিতে টহলরত দল সিএনজি থামার সংকেত দিলে চালক সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে দুই কিলোমিটার দূরের বিজিবির আরেক টহল দলকে খবর দেওয়া হলে তারা মেরিন ড্রাইভ সড়কের ওপর শক্ত অবস্থান নেয়। ওই সময় বিজিবিকে লক্ষ্য করে অটোরিকশা থেকে গুলি চালানো হলে বিজিবির দুই সদস্য আহত হন। তখন বিজিবি পাল্টা গুলি চালায়।
তিনি বলেন, ৩-৪ মিনিট ‘গোলাগুলির’ পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
একুশে/এসসি
