অতিরিক্ত ফি আদায়, সিএসসিআরকে জরিমানা

চট্টগ্রাম : ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি না নিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে সিএসসিআরকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

একই সাথে অতিরিক্ত ফি আদায়ে অক্সিজেনের প্লাজমা ডায়গনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং অনিবন্ধিত বিদেশি ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় কেয়ার অ্যান্ড কিউর ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩১ জুলাই) বিকেলে নগরের গোলপাহাড় মোড় এলাকায় বাজার তদারকিমূলক অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করেন।

অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সিএসসিআর গ্রাহকদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত ফি ৫শ’ টাকার জায়গায় এক হাজার ২শ’ টাকা নেওয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে সিএসসিআরকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ‌পি‌বিএন ৯ এর সহযো‌গিতায় পরিচালিত এ অভিযানে অ‌ধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার ও সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস অংশ নেন।

একুশে/এসসি