চট্টগ্রাম: নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। বুধবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ৬৯ জনের মধ্যে জিআর মূলে ৩ জন, সিআর মূলে ১৫ জন ও সাজাপ্রাপ্ত ৬ আসামি রয়েছেন। এসময় অভিযানে ৩৩০০ পিস ইয়াবা, ১০০ লিটার মদ ও সাড়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের দায়ে গত ২৪ ঘণ্টায় ৫৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলা ১৩৪টি। এছাড়াও কাগজপত্র না থাকায় ১০টি ট্রাকসহ ৪৭টি গাড়ি আটক করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে আইন ভঙ্গের দায়ে জরিমানা আদায় করা হয়েছে ৩ লাখ ১২ হাজার ২০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
