আওয়ামী লীগের সম্মেলনের সমস্ত ব্যয় অত্যন্ত স্বচ্ছতার সাথে হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে বিএনপির ভাইচ চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বক্তব্যের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি দলটি হচ্ছে আকণ্ঠ দুর্নীতে নিমজ্জ্বিত। তাদের চেয়ারপারসন খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন। দুর্নীতির দায়ে তার পুত্রের মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের সিনিয়র ভাইচ চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে এফ বি আই এসে সাক্ষি দিয়ে গেছে। তাদের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান ও কালো টাকা সাদা করেছেন। যারা নিজেরা দুর্নীতিবাজ তারা অন্যদেরকে একই চোখে দেখে অনেক সময়। বিএনপিরও হয়েছে সেই সমস্যা।
তিনি আরো বলেন, আমাদের দল থেকে যা ব্যয় করা হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সাথে হচ্ছে। দলের পক্ষ হতে ২ কোটি ৬৫ লক্ষ টাকা বাজেট দেয়া হয়েছে। এর বাইরেও আমাদের অনেক উত্সাহী নেতাকর্মী নিজের পকেট থেকে খরচ করছে। তবে সব কিছুই স্বচ্ছতার সাথে হচ্ছে।
