চট্টগ্রাম: পাহাড়তলী থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হলেন- আব্দুল মতিন (৩০) ও আব্দুল্লাহ আল মামুন (২৩)।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া বলেন, বৃহস্পতিবার সকালে সিগন্যাল কলোনি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে নগরীর স্টেশন কলোনিতে যাচ্ছিল বলে জানিয়েছেন।
মাদক উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
