
যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের ওহাইওর বারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রাজ্যের অরেগন জেলার ডেটনে একটি পানশালার বাইরে এ হামলা চালানো হয়। হামলায় নয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেটন পুলিশের এসিসট্যান্ট চিফ লেফটেন্যান্ট কর্নেল ম্যাট কারপার। জরুরি সেবার গাড়িগুলোও সেখানে অবস্থান নিয়েছে।
ঘটনার পরপরই ডেটনের পুলিশ এক টুইটার বার্তায় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।
পুলিশ কর্মকর্তা ম্যাট কারপার জানিয়েছেন, ঘটনার পরপরই টহল পুলিশের সদস্যরা অল্প সময়েই বন্দুকধারীকে হত্যা করে।
দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই-ফিফথ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে।
এর কয়েক ঘন্টা আগে টেক্সাসে ওয়ালমার্টের বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে ২০ জনের প্রাণহানি ঘটে বলে রয়র্টাস জানিয়েছে। তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।
ডেটনের ই-ফিফথ স্ট্রিটে নেড পেপারস নামের একটি পানশালার বাইরে রাস্তায় বেশ কয়েকটি গুলির শব্দের পর আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে সামাজিক যোগযোগ মাধ্যমে আসা কয়েকটি ভিডিওতে। হতাহত কয়েকজনকে হাসপাতালে নিতেও দেখা গেছে।
একুশে/ডেস্ক/এসসি
