ভিমরুলের কামড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম: ফটিকছড়ির কাঞ্চননগরে ভিমরুলের কামড়ে মুহাম্মদ আইয়ুব নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

আইয়ুব কাঞ্চননগর ইউনিয়নের হলি পাড়ার মুহাম্মদ দৌলত মিয়ার সন্তান।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক আরাফাত আলম বলেন, মোটর সাইকেল চালিয়ে বাড়ি যাবার সময় ভিমরুল আইয়ুবকে কামড় দেয়। এসময় সে দ্রুত বাড়িতে পৌঁছে অচেতন হয়ে পড়েন। হাসপাপাতালে আনার আগেই আইয়ুবের মৃত্যু হয়েছে।