
রিয়াদ: সৌদি আরবের নাজরান এবং আসির প্রদেশ লক্ষ্য করে ৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।
দেশটির সংবাদ আল মাসিরাহ টেলিভিশন জানায়, মঙ্গলবার রাতে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে এসব হামলা চালায়। এসময়, ইয়েমেনে সৌদি সমর্থিত একটি গোষ্ঠীকে লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে জানানো হয়।
হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়াও, ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
