সংসদ সদস্য মোস্তাফিজকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

mostafizচট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক পূর্বদেশ পত্রিকার রিপোর্টার রাহুল দাশ নয়নকে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কর্তৃক হত্যার হুমকি এবং অশালীন ও কুরুচীপূর্ণ ভাষায় গালাগালে উদ্বেগ প্রকাশ করেছে সিইউজে।

এই ঘটনায় শুক্রবার দুপুর থেকে রবিবার দুপুরের মধ্যে ভুল স্বীকার করে রাহুল দাশের কাছে ক্ষমা না চাইলে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক যুক্ত বিবৃতিতে বলেন, দায়িত্ব পালন কালে সাংবাদিক রাহুল দাশকে সাংসদ মোস্তাফিজুর রহমানের গালাগাল ও হুমকি একটি দু:খজনক ঘটনা। এই ঘটনার জন্য যদি সংসদ মোস্তাফিজুর রহমান আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ভুল স্বীকার করে রাহুল দাশের কাছে ক্ষমা প্রর্থনা না করলে আগামী রবিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর সাংবাদিক রাহুল দাশ নয়ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী মোবাইলে গত মঙ্গলবার সকাল ১০টা ৫৩ মিনিটে সাংবাদিক রাহুল দাশ নয়নের ব্যক্তিগত মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি প্রদান করেন।