হিলি স্থলবন্দর ৯ দিন বন্ধ

হিলি : ঈদ উল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রি পারাপার রয়েছে স্বাভাবিক।

ঈদ উল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে জানিয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ঈদ উল আজহা এবং জাতীয় শোক দিবসকে সামনে রেখে হিলি স্থলবন্দর নয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্ট শনিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানায়, বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রিদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

একুশে/এসসি