প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। আমরা কখনোই বাংলাদেশের মাটিতে টেরোরিজমকে প্রশ্রয় দেব না। এদেশের মাটি ব্যবহার করে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেবো না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মাটি ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশে জঙ্গি হামলা চালাতে দেব না। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের কোনও স্থান নেই। দক্ষিণ এশিয়া হবে প্রাচ্য-পাশ্চাতের সেতুবন্ধন হবে। আর বাংলাদেশ সেই সেতুবন্ধন হিসেবে কাজ করবে।’
রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল ১০টায় তিনি সম্মেলনের উদ্বোধন করেন। এতে সারা দেশ থেকে দলের কাউন্সিলর, ও ডেলিগেটরা অংশ নেন। সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও বিদেশের বিভিন্ন দেশের অর্ধ শতাধিক আমন্ত্রিত নেতা অংশ নেন।
