
চট্টগ্রাম : চট্টগ্রামে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল (শনিবার) নগরের ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতার দুই তরুণের নাম, ,মো. শাাকিল (১৯) ও মো. সাকিব (১৯)।
নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা, ১টি ট্রাকসহ শাকিল ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই কক্সবাজারের বাসিন্দা। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
একুশে/এসসি
