সাকিবে জেগে আছে সম্ভাবনা

shakib-outচট্টগ্রাম: ৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশরা। মেহেদী হাসান ও সাকিব আল হাসানের বোলিংয়ে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারায় ইংলিশরা। ঘুর্নি জাদুতে ৭৯ রানে পাঁচ উইকেট নেন সাকিব আল হাসান। আগের ইনিংসে ইংল্যান্ডকে ধসিয়ে দেয় মিরাজ পরের ইনিংসে নিয়েছেন একটি উইকেট। তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বী নিয়েছেন একটি করে। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ২২৮ রান।

এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিংয়ের শুরুটাও হয়েছে দুর্দান্ত। ইংলিশদের টপ অর্ডারের চার সেরা ব্যাটসম্যান অ্যালিস্টার কুক, জো রুট, বেন ডাকেট ও গ্যারি ব্যালান্সকে আউট করে চেপে ধরে স্বাগতিকরা। ডাকেটের আউট পর পরই মধ্যাহ্নভোজে যায় দুই দল। এর পর ফিরে এসে ব্যালান্সকে আউট করেছেন তাইজুল ইসলাম।

ইনিংসের শুরুতেই সেই মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। মিরাজের ঘূর্ণিতে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন স্লিপে। প্রথম ইনিংসে ব্যর্থ কুক এবার আউট হলেন ১২ রানে। ৯.২ তম ওভারে সাকিব আল হাসানের এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে সাঁজঘরে যান রুট (১)। ১১.২ তম ওভারে সাকিবের স্পিনে ফেরেন অভিষিক্ত ডাকেট (১৫)। বল ইংলিশ ওপেনারের ব্যাট ছুঁয়ে পায়ে গেলে উঠে যায় শূন্যে, স্লিপে দাঁড়ানো মমিনুল হক করেন তালুবন্দি।

দ্বিতীয় সেশনের প্রথম ঘন্টায় আরও দুটি উইকেট হারায় ইংলিশরা। তাইজুল ইসলামের প্রথম ওভারেই বিদায় গ্যারি ব্যালান্স (২৫ বলে ৯)। লেগ ¯িœপে অসাধারণ ক্ষিপ্রতায় মুঠোবন্দি করেন ইমরুল কায়েস।

এরপর ভাগ্য আর এবার সহায় হলো না মঈন আলীর। প্রথম ইনিংসে পাঁচবার রিভিউ নিয়ে বেঁচে যাওয়া ইংলিশ এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেছেন দ্রুত। ১৪ রান করা মঈনকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সাকিব আল হাসান। তার উইকেটটি হারানোর সময় ইংল্যান্ডের সংগ্রহ তখন ৫ উইকেটে ৬৩! টাইগার ভক্তদের মনে তখন আনন্দের ঢেউ! কিন্তু সেটি মিলিয়ে গেল বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ব্যাটে। দুজনই বাংলাদেশের স্পিন আক্রমণ সামলেছেন দারুণভাবে। তাদের শতরানের জুটিতে শঙ্কা দূর হয় ইংলিশদের। টাইগারদের মনে জমছিল হতাশার মেঘ। এমন অবস্থায় শেষ বিকেলে আশা জেগে উঠলো।

চলমান টেস্টে পেস বোলিংয়ে প্রথম উইকেট এনে দিলেন কামরুল ইসলাম রাব্বি। বাইরের বল স্টাম্পে টেনে আনার খেসারত দিলেন বেয়ারস্টো (৪৭)। এতে ভাঙল অনবদ্য ১২৭ রানের জুটি। খানিক পর বিদায় নিলেন স্টোকসও (৮৫ রানে)। সাকিবকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ। এরপর ৬৮.৪ তম ওভারে আদিল রশিদকে ফিরিয়ে দিয়ে ইনিংসের পঞ্চম উইকেট তুলে নেন সাকিব। তৃতীয় দিনের বাকিসময় ক্রিস ওকস আর স্টুয়ার্ট ব্রড কাটিয়ে দেন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৫ রানের লিড মিলিয়ে ইংলিশরা এগিয়ে ২৭৩ রানে।

তৃতীয় দিনে উইকেটে চিড় আর ধুলোর ঝড় চোখে পড়েছে। নাটকীয়ভাবে এই উইকেট না বদলালে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য খেলা অসম্ভব হয়ে পড়বে। জিততে হলে শেষ ইনিংসে তামিম-মুশফিকদের করতে হবে অসাধারণ ব্যাটিং। এর আগে দ্রুত তুলে নিতে হবে বাকি দুই উইকেট।