
ঢাকা : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স এর ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। হজ শেষে এবার তারা দেশে ফেরার অপেক্ষায়। আগামী ১৭ আগস্ট (শনিবার) থেকে শুরু হচ্ছে ফিরতি হজ্ব ফ্লাইট। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব ফ্লাইটের কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়।
তথ্যমতে, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ্ব ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন।
একুশে/এসসি
