
চট্টগ্রাম : ‘বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ মেমোরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে পটিয়ার মুকুটনাইট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো মুক্তিযোদ্ধা খায়ের আহম্মদ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ।
বিপুল দর্শক-উপস্থিতিতে অনুষ্ঠিত জমজমাট এই ম্যাচে ২-১ গোলে তেকোটা একাদশকে হারিয়েছে মুকুটনাইট একাদশ। মুকুটনাইট একাদশের পক্ষে দুটি গোলই করেন আকরাম আহমদ ও অমিত বড়ুয়া।
তেকোটো একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইমু। এছাড়া শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন মুকুটনাইট একাদশের খেলোয়াড় মোহাম্মদ তুহিন।
ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মহসিন খান।
এর আগে ম্যাচ উদ্বোধন করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চৌধুরী মাহবুবুর রহমান।
স্থানীয় সংগঠক অনুজ বড়ুয়ার সঞ্চালনায় সাবেক চেয়ারম্যান তাজুর মুল্লুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক, মুক্তিযোদ্ধা জ্যোতিপ্রকাশ বলরাম চৌধুরী এবং ম্যাচ পরিচালনা কমটিরি সদস্য সচিব ঝুলন বড়ুয়া।
বক্তব্য রাখেন ম্যাচ পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব সরিৎ চৌধুরী সাজু, জুয়েল বড়ুয়া ও মাখনলাল বড়ুয়া, কমল বড়ুয়া। অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধাদেরও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি
