চট্টগ্রামে জুতার ভেতরে ইয়াবা পাচারকালে গ্রেফতার ২

চট্টগ্রাম : অভিনব কায়দায় জুতার তলা দিয়ে ইয়াবা বহনকারী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। টেকনাফ থেকে ইয়াবাগুলো কিনে তারা
হালিশহরের ফকিরগল্লিতে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল বলছে পুলিশ।

গতকাল (রোববার) সন্ধ্যায় বিআরটিসি মোড়ে কদমতলী ফ্লাইওভারের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে শামসুল আলম (৩৩) ও টেকনাফ উপজেলার কচ্চবনিয়া এলাকার মো. ভুট্টুর ছেলে মো. পারভেজ (২০)।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কোতােয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, গতকার সন্ধ্যার দিকে কদমতলী ফ্রাইওভারের উপরে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশির সময় যাত্রী শামসুল আলমের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের সময় এক পর্যায়ে জুতার তলায় ইয়াবা লুকানো আছে বলে স্বীকার করে নিজেই জুতার তলা ছিঁড়ে ৯৮৪ পিস ইয়াবা বের করে দেয়।

তিনি বলেন, শামসুল আলম পুলিশকে জানায় জুতাসহ ইয়াবাগুলো নিউমার্কেট এলাকা হতে পারভেজের কাছ সংগ্রহ করে হালিশহর ফকিরাগলি এলাকার মো. রাশেদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। পরে শামসুল আলমের মাধ্যমে পারভেজের সঙ্গে যোগাযোগ করে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

একুশে/এসসি