চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবষের্র ১ম বর্ষ ¯œাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় এ-ইউনিট এবং বিকেল ২.৩০ টায় জে-ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল করিম, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ড. দানেশ মিয়া সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠভাবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন-শৃংখলা বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
