
চট্টগ্রাম : পটিয়ায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে থেকে প্রায় দেড় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারমধ্যে একজন ইউপি সদস্য রয়েছে বলে জানায় সংস্থাটি। ইউপি মেম্বার ডেইরি ফার্মের আড়ালে ইয়াবা ব্যবসা করতেন বলে দাবি সংস্থাটির। সংস্থাটি বলছে, ইউপি সদস্য ডেইরি ফার্মের জন্য গরু আনতে মায়ানমার যেতেন। সেই সুযোগে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন।
গতকাল (মঙ্গলবার) তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, কুসুমপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দিন(৫২) প্রকাশ নেজাম মেম্বার ও উখিয়ার বালুখালী ক্যাম্পের মৃত আজিজুর রহমানের ছেলে হামিদ হোসেন (২৮)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জোনের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হযেছে বলে জানান তিনি।
একুশে/এসসি
