২১ আগস্টকে স্মরণ করলো চবি ছাত্রলীগ

 

চবি প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসকে স্মরণ করেছে চবি ছাত্রলীগ। দিবসটিকে ঘিরে বুধবার (২১ আগস্ট) দুপুরে কালো পতাকা মিছিল ও প্রতীকী ফাঁসি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উক্ত স্থানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় হামলাকারী আটক ও পালাতক পরিকল্পনাকারীদের মামলার রায় কার্যকরের মাধ্যমে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানায়। এসময় হামলাকারীদের দুইটি কুশপুত্তলিকার ফাঁসি দেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠেয়
সমাবেশে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ১৯৭১ সাল থেকে ২০১৯ পর্যন্ত ২৪ বার শেখ হাসিনাকে হত্যার জন্য হামলা চালানো হয়েছে। আজকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। সেটিকে ব্যাহত করতেই তারা এই হামলা চালিয়েছিল।

উক্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সাঈদুল হক সাঈদ ও সায়ন দাশগুপ্ত। এতে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেয়৷

একুশে/আইএস/এসসি