শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০১৯ | ৯:২২ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে চোরাই সোনা, মোবাইল ফোন, সিসি ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরাসহ আন্তঃজেলা গ্রিল কাটা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার একুশে পত্রিকাকে জানান বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন।

তারা হলেন- মোঃ গিয়াস উদ্দিন (৩৩), মোঃ মিজানুর রহমান প্রকাশ মিজান (৩০) ও শাহাদাত হোসেন প্রকাশ জিকু (২৩)।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন বলেন, গত ১০ আগস্ট থেকে ১২ আগস্ট সময়ের মধ্যে রাহাত্তারপুলে একটি বাসায় তালা কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হলে তারা জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের তথ্যমতে চারটি স্বর্ণের ছোট আংটি, একটি মোবাইল, সিসি ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরাসহ নানা চোরাই মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি নেজাম।