
ঢাকা : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের সাময়িক অব্যাহতি দেয়া হয়।
সুপ্রিমকোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও বৃহস্পতিবার এই তিন বিচারপতির কোনো নাম কার্যতালিকায় রাখা হয়নি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সুপ্রিমকোর্ট প্রশাসনের কয়েকটি সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
তিন বিচারপতি হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি একেএম জহুরুল হক।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, এই তিন বিচারপতির নাম আজকের কজলিস্টে নেই। আমি এ টুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, তিন বিচারপতির সাময়িক অব্যাহতির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এখতিয়ার।
একুশে/ডেস্ক/এসসি
