২৪ ঘন্টায় আসামি হাজির না করায় এসআইকে শোকজ

CMPচট্টগ্রাম: চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকারকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

গ্রেফতারের পর ২৪ ঘন্টার মধ্যে আসামিকে আদালতে হাজির না করায় সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. হারুনুর রশীদ এ আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মোটর সাইকেল চুরির এক মামলায় {মামলা নম্বর ৫৩(১০)১৬} গত তিন দিন আগে তৌকির আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তাকে ডিবি কার্যালয়ে আটক রাখা হয়। এনিয়ে হায়দার আলী নামের এক ব্যক্তি আদালতে অভিযোগ করেন।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকারকে মুঠোফোনে একাধিক কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।