শিক্ষক বাস দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বহনকারী বাস দুর্ঘটনার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৩ আগস্ট) এই তদন্ত কমিটি গঠন করা হয়।

চবির মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. খালেদ মিসবাহুজ্জামানকে আহবায়ক, সহকারী প্রক্টর মুহম্মদ ইয়াকুবকে সদস্য এবং রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. গিয়াস উদ্দিনকে সদস্য-সচিব করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে বাস দুর্ঘটনার কারণ উদঘাটন এবং ক্ষতিগ্রস্থ বাসের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তদন্তপূর্বক সুপারিশসহ একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

একুশে/আইএস/এসসি