
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন রোববার থেকে শুরু হয়েছে। যা শেষ হবে ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায়।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছুকরা প্রতি কার্যদিবসে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। চুয়েটের ১২টি বিভাগের মোট ৮৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা হবে ১২ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং একইদিন বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
এরপর মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২৭ অক্টোবর।
চুয়েটের ওয়েবসাইটে http://student.cuet.ac.bd/admission2019 অথবা http://www.cuet.ac.bd/admission থেকে আবেদন ফরম ডাউনলোড করে নির্ধালিত ফি সভাপতি, ভর্তি কমিটি, সোনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রাম এর অনুকূলে ডিমান্ড ড্রাফট অথবা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে রেজিস্ট্রার, চুয়েট, চট্টগ্রাম-৪৩৪৯ ঠিকানায় জমা দিতে হবে।
