চট্টগ্রাম আদালতে সাক্ষ্য দিতে গিয়ে নারী অজ্ঞান


চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে জ্ঞান হারিয়েছেন এক নারী।

রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এ ঘটনাটি ঘটেছে।

ট্রাইব্যুনালের পেশকার কফিল উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন নাসরিন আকতার। রোববার উক্ত মামলায় সাক্ষ্য নিতে আসেন তিনি।

হঠাৎ নাসরিন অজ্ঞান হয়ে পড়লে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয় বলে জানান পেশকার কফিল উদ্দিন।