
টেকনাফ প্রতিনিধি : টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা ওমর হত্যা মামলার আরেক আসামি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ আগষ্ট) শালবাগান ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা পাহাড়ি বস্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।
নিহতের নাম, মো: হাসান (২০)। তিনি নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ডি ব্ললকের মো: আমিরুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামিকে নিয়ে শালবাগান ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা পাহাড়ী বস্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এসময় রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এসআই সাব্বিরসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও খোসাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শালবাগান ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা পাহাড়ি বস্তিতে পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এসময় এক রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
একুশে/এসসি
