আগামীকাল অছিয়র রহমান চরণদ্বীপি’র বেছাল বার্ষিকী

চট্টগ্রাম : গাউসুল আজম সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এর প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহছুফি শেখ অছিয়র রহমান আল-ফারুকী চরণদ্বীপি’র (ক.) বেছাল বার্ষিকী ওরশ শরীফ আগামীকাল ২৭ আগস্ট (মঙ্গলবার) বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে মহাসমারোহ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দিন-রাত ব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসুচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজা শরীফে গিলাপ ও মাল্যদান, জীবন ভিত্তিক আলোচনা, সারারাত ব্যাপী জিকির আজকার, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ করা হবে।

সাজ্জাদানশীল-এ দরবার পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহ্সুফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.জি.আ) আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

উপস্থিত থাকবেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুলহাজ্ব আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী।

অনুষ্ঠিতব্য ওরশে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গাউছিয়া রহমানিয়া বশরিয়া শহিদীয়া ত্বরিকত কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একুশে/এসসি