মাদক ব্যবসায়ী বাবা-ছেলে গ্রেফতার

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে মদ-গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে সিমেন্ট ক্রসিং বাজারের বড় বাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হোসেন প্রকাশ হীরন প্রকাশ ইরান (৪৮) ও তার ছেলে মোঃ লিটন (২৬)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুজনকে গ্রেফতার করা হয়। এসময় বসতঘরের খাটের নিচে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর রান্না ঘরের মাটির নিচ থেকে আরও ৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইপিজেড থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।