রাঙ্গুনিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কলেজ ছাত্রলীগের সভাপতি এ কে মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ফরহাদ সাত্তার চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ ফরিদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ।

অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বি কে চৌধুরী লিটন, ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হালিম আবদুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছাবের, পোমরা ইউনিয়ন যুবলীগের সংগঠনিক সম্পাদক এমএ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসসি